ম্যাচ এগুচ্ছিল ড্রয়ের দিকে। ড্র হলে ঘরের মাঠে পয়েন্ট হারানোর যন্ত্রণায় পুড়তে হতো রিয়াল মাদ্রিদকে। শিরোপা জেতার দৌড়ে অন্যদের দেওয়া হতো সুযোগ। এমন শঙ্কার ভিড়ে বক্সের বাইরে থেকে দারুণ গতির এক শটে গোল করেন বদলি নামা অভিজ্ঞ লুকা মুদ্রিচ। ৩৮ পেরুনো মিডফিল্ডারের জানান, অনেক পরিশ্রমের ফল এই গোল।রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ১-০ গোলে হারায় রিয়াল। স্প্যানিশ লা লিগা জিততে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে এগিয়ে যায় ৮ পয়েন্টে।ম্যাচের ৮১ মিনিটে সামান্য বাইরে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন মদ্রিচ। পরে ম্যাচ শেষে ক্রোয়েট তারকা দূরপাল্লার শটের টানা অনুশীলনে মিলেছে এই ফল, ‘প্রতিদিন টানা অনুশীলন করেই এটা রপ্ত করতে হয়েছে। রোজ ঘণ্টার পর ঘণ্টা গোলে শট অনুশীলন করতে দেখবেন আমাকে। আমাকে গোলে শটের চেষ্টা করতে হবে। সেটাই আজ করেছি এবং গোলও হয়েছে।’
রিয়ালের অভিজ্ঞ সেনানী মদ্রিচ জানান, সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে কোনভাবেই পয়েন্ট হারাতে চাননি তারা। শেষ মুহূর্তে লড়ে পুরো পয়েন্ট আনতে পারবেন এই বিশ্বাস ছিলো তাদের ভেতরে, ‘হাল না ছাড়া হচ্ছে আমাদের শক্তির জায়গা। আমরা কখনই থেমে যাই না। লড়ে যাই, সুযোগ তৈরি করি। আমরা জানতাম বার্সেলোনা কাছে চলে আসছে তাই কোনভাবেই পয়েন্ট হারানো চলবে না।’
জেতার তীব্র জেদ আর তাড়না শেষ পর্যন্ত রিয়ালের পক্ষে গেছে বলে মত মদ্রিচের। লা লিগায় ২৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৫। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।