বিএনপি জামায়াতের অবৈধ অবরোধ ও দেশব্যাপী অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বেলা ১২টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালিত হয়।
অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই।
এসময় তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্নভাবে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে৷ বার বার অবরোধ ডাকছে কিন্তু জনগণ তাদের অবরোধের পক্ষে নয় এটা সুস্পষ্ট। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কেমন যানজট সৃষ্টি হয়েছে। আপনারাই বলুন কোথায় তাদের অবরোধ। এখনো সময় আছে গণতান্ত্রিক পক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহন করুন। জ্বালাও পোড়াও আর মানুষ হত্যা করে কেউ কখনো ক্ষমতায় আসতে পারেনি আর পারবেওনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সহ-সভাপতি সানাউল্লাহ, সামুজ্জামান ভাষানী, জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মন্তাজউদ্দিন মর্তুজা, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ভিপি জামির হোসেন রনি, সালাউদ্দিন শিকদার, বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন, ফতুল্লা থানার সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ, কায়কোবাদ রুবেল প্রমুখ।