1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
অবৈধভাবে জমি দখল, প্রভবশালী আব্বাস ও বিএনপি নেতা রতনের বিরুদ্ধে অভিযোগ - নারায়ণগঞ্জ আপডেট
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি টানা পাঁচদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস নারায়ণগঞ্জে অভিশপ্ত ট্রাকস্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে বৈঠক জামায়াত আমিরের ফতুল্লায় ২৩টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্মকর্তারা নারায়ণগঞ্জে ব্যাপক আয়োজনে ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ ১৪৩২

অবৈধভাবে জমি দখল, প্রভবশালী আব্বাস ও বিএনপি নেতা রতনের বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ Time View

বিগত ফ্যাসিস্ট আ.লীগ সরকারের আমলে সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি ছিলো। সাম্প্রতিক ছাত্র- জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুন করে করে এক বৈপ্লবিক সূত্রের মধ্য দিয়ে সাধারণ মানুষের মনের শান্তি সঞ্চয় সৃষ্টি হয় জিম্মি কবল থেকে বাঁচার। কিন্তু একসময় সাধারণ মানুষের মত রাজণৈতিক দলগুলো ফ্যাসিস্ট সরকারে আমলে যারা কোন ঠাসা ছিলো আজ তারাই রাজনৈতিক পটভূমি পরির্বতন হওয়ার পর থেকে সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার পথে হাঁটছে। এমনি অভিযোগ উঁঠেছে।

সূত্র রুদ্রর বার্তা

বিগত ফ্যাসিস্ট আ.লীগ সরকারের আমলে সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি ছিলো। সাম্প্রতিক ছাত্র- জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুন করে করে এক বৈপ্লবিক সূত্রের মধ্য দিয়ে সাধারণ মানুষের মনের শান্তি সঞ্চয় সৃষ্টি হয় জিম্মি কবল থেকে বাঁচার। কিন্তু একসময় সাধারণ মানুষের মত রাজণৈতিক দলগুলো ফ্যাসিস্ট সরকারে আমলে যারা কোন ঠাসা ছিলো আজ তারাই রাজনৈতিক পটভূমি পরির্বতন হওয়ার পর থেকে সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার পথে হাঁটছে। এমনি অভিযোগ উঁঠেছে।

ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দার বাজার এলাকার আহম্মদ আলী (৭৫) আমার জায়াগা অবৈধভাবে  ভোগ দখল করার চেষ্টা চলছে কুচুক্রি মহল  বলে এমনি অভিযোগ তুলেছেন। 

এবিষয় তিনি উপজেলা নির্বহী অফিসার, সেনা ক্যাম্পসহ বিভিন্ন জায়গা অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। 

তিনি,অভিযোগে পত্রে উল্লেখ্য করেন, তার জায়গা বিবাদী একই এলাকার প্রভাবশালী  আব্বাস উদ্দিন (৪৫), পিতা- অজ্ঞাত, কাশিপুর ইউনিয়নের বিএনপি সভাপতি মইনুল হোসেন রতন (৫০) সহ আরও অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।দীর্ঘদিন যাবৎ  সম্পত্তি ভোগ দখল করার বিভিন্ন চেষ্টা ও পায়তারা  চালাচ্ছে। বিবাদীদ্বয় সহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ৫-৬ জন প্রায় সময়ই আমার জায়গায় এসে আমাকে সহ আমার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করতে উদ্যত হয় এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে। আমার এই জায়গার বিষয় হাই কোর্টে মামলা চলমান রয়েছে। 

তার স্বত্বেও বিবাদীদরা আমার জায়গা দখলের চেষ্টা সহ আমাকে হুমকি ধামকি অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় 

গত সোমবার(৫ সেপ্টেম্বর) সকালে বিবাদ বিবাদীসহ অজ্ঞাতনামা ৫- ৬ জন দেশীয় অস্ত্র-সন্ত্র সহকারে ড্রেজার এনে আমার  জায়গায়তে বালু ভরাটের কাজ আরম্ভ করে। 

বিষয়টি জানিতে পেরে আমি জায়গায় উপস্থিত হই। এ বিষয় বিবাদীকে নিষেদ করলে আব্বাস উদ্দিন ও রতনসহ তাদের সহযোগীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে উদ্যত হয়। একপর্যায়ে বিবাদী আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে এবং এই সম্পত্তি দাবি করলে কিংবা 

 কাজে কোন প্রকার বাধা নিষেধ করার চেষ্টা করলে পরিবারের লোকজনকে জীবনে শেষ করার হুমকি প্রদান করেন

এই বিষয় বিবাদী আব্বাস উদ্দিন ও বিএনপি সভাপতি রতনের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের পাওয়া যায় না।

 

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (বিকাল ৪:০০)
  • ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL