নারায়ণগঞ্জ আপডেট :
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাটের ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (২২ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সিটি করপোরেশনের নগর ভবন, কদম রসূল, সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের হিসাব শাখা, জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা এবং পুলিশ সুপারের কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে ২৫ ও ২৬ মে দরপত্র ক্রয় করা যাবে। ২৭ মে বিকেল সাড়ে তিন টায় প্রধান নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে দরদাতাদের সম্মুখে দরপত্র খোলা হবে। প্রস্তাবিত দরপত্রের ১০০%, ভ্যাট ১৫% ও ট্যাক্স ১০% সহ জমা প্রদান করতে হবে। ইজারা পাওয়ার পর ইজারা মূল্যের ১০% জমা করে তিন শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদনের পর হাট বুঝিয়ে দেওয়া বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
অস্থায়ী পশুর হাটের নাম, ১নং ওয়ার্ড সিআই খোলার বালুর মাঠ, ৩নং ওয়ার্ড সাজু ডেভেলপারের খালি জায়গা, ৪নং ওয়ার্ড মনোয়ারা জুট মিলের উত্তর পার্শ্বে নুরুল হুদা সাহেবের খালি জায়গা, ৫নং ওয়ার্ড বটতলা বালুর মাঠ, ৬নং ওয়ার্ড এস.ও রোড টার্মিনাল সংলগ্ন সালাউদ্দিন সাহেবের খালি জায়গা, ৭নং ওয়ার্ড নাভানা সংলগ্ন কাশেম পাড়ার খালি জায়গা, ৯নং ওয়ার্ড জালকুড়ি ওয়াপদা রোডের ডি এন ডি খাল সংলগ্ন খালি জায়গা, ৯নং ওয়ার্ড জালকুড়ি ডাম্পিং স্পট সংলগ্ন খালি জায়গা, ১০নং ওয়ার্ড গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলস এর খালি মাঠ (রেল লাইনের পূর্ব অংশ)। ১৯নং ওয়ার্ড সামিট পাওয়ার প্লান্টের পিছনে খালি জায়গা, ২০নং ওয়ার্ড সোনাকান্দা মাঠের পশ্চিম পার্শ্বের খালি জায়গা, ২৩নং ওয়ার্ড পূর্বপাড়া লতিফ হাজ্বীর মোড় সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন খালি জায়গা, ২৩নং ওয়ার্ড সমনক্ষেত্রের মাঠ, ২৩নং ওয়ার্ড আলী আহাম্মদ চুনকা সড়ক কাবিলার মোড় সংলগ্ন কাশেম জামাল সাহেবের খালি জায়গা, ২৪নং ওয়ার্ড কাইতাখালি গোলন্দাজ সাহেবের খালি জায়গা, ২৫নং ওয়ার্ড চৌরাপাড়া এলাকার খালি জায়গা, ২৫নং ওয়ার্ড উত্তর লক্ষণখোলা খেয়াঘাট সংলগ্ন খালি জায়গা। প্রতিটি দরপত্রের মূল্য পাঁচ (৫০০০) হাজার টাকা।