নারায়ণগঞ্জ আপডেট ঃ
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. রবীউল আমীন রনী সহ সকল আইনজীবী নেতাদের ২০১৮ ব্যাচ এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকালে সভাপতি এডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়ার চেম্বারে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট খোকন সাহা, এডভোকেট বিদ্যুত কুমার সাহা, আপ্যায়ন সম্পাদক এডভোকেট মানজুদুল ইসলাম রিফাত, এডভোকেট সুজন প্রধান। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৮ ব্যাচ এর আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন,
এড. জনি গোপ, এড. ধনঞ্জয় চন্দ্র গুহ, এড. ফয়সাল আহাম্মেদ, এড. বিশ্বজিত কুমার রায়, , এড. মশিউর, এড. আমির, এড. শফিকুল ইসলাম রনী, এড.শেখ জসীমউদ্দিন, এড. আলমগীর, এড. আসলাম মিয়া জিকু, এড.ফারহানা এড. আক্তার, এড. সোনিয়া খাতুন, এড. নুরি, এড. চায়না, এড. নীলা, এড. নুপুর সহ প্রমূখ আইনজীবীবৃন্দ।