আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২২ আগস্ট) বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এড. বেনজীর আহমেদের কাছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক মনোনীত এড. সরকার হুমায়ুন কবির ও এড. এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র জমা দেয়া হয়।
বিএনপি প্যানেলের বাকি সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এড. আজিজ আল মামুন, সহ-সভাপতি এড. মাইনুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আলম খান, কোষাধ্যক্ষ এড. জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত, লাইব্রেরী সম্পাদক এড. সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক এড. রাসেল প্রধান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. আসমা হেলেন বিথি, সমাজ সেবা সম্পাদক এড. ফজলুর রহমান ফাহিম, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মোজাম্মেল হক মল্লিক শিপলু।
সদস্যরা হলেন এড. ফাতেমা আক্তার, এড নুরুল কাদের সোহাগ, এড. আবুল কালাম আজাদ, এড. মোঃ সুমন মিয়া ও এড. আকতার হোসেন।