ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলকে সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বলা হয়। এখানে খেলার জন্য মুখিয়ে থাকেন সারাবিশ্বের তারকা ক্রিকেটাররা। এবার মাঠে গড়িয়েছে টুর্নামেন্টটির ১৭তম আসর। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে মুস্তাফিজুর রহমান খেলতে নেমেই একটি মাইলফলকে নাম লিখিয়েছেন।শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটিতে চেন্নাইয়ের হয়ে খেলতে নামেন মুস্তাফিজ। বল হাতে বেঙ্গালুরুর বিপক্ষে দ্য ফিজ ৪ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। তাতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে ৫০ উইকেট শিকারির খাতায় নাম লেখান তিনি। ম্যাচটিতে মুস্তাফিজ আউট করেছেন ফাফ ডু প্লেসি, রজত পাতিদার, বিরাট কোহলি ও ক্যামেরুন গ্রিনকে।
এর আগে সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ উইকেট শিকারির খাতায় নাম লিখিয়েছিলেন। এ বছর আইপিএলে খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। টুর্নামেন্টটির ৯টি আসরে ৭১ ম্যাচ খেলে সাকিব দখল করেছেন ৬৩ উইকেট।