নারায়ণগঞ্জ আপডেট
প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুর্যো কতৃক পরিচালিত সকল টিটিসি, ডেমো, আইএমটি’র আউটসোসিং কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ, কর্মচারীদের সাথে অনিয়ম দুর্নীতি, বিনাকারণে চাকরিচ্যুত না করা এবং ডেন্ডার জটিলতায় চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ স্ব স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে চাকরি স্থানীকরনের ১ দফা দাবিতে সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মরত কর্মচারীরা মানবন্ধন করেন, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো কাকরাইল.
বিএমইটি ভবন এর সামনে।
এ সময়ে পরিচালক মহোদয়ের সাথে আউটসোর্সিং কর্মরত ভোক্ত ভোগীরা দেখা করলে তিনি বলেন, চাকরি যেন কারো না যায় সেজন্য তিনি স্ব স্ব মন্ত্রণালয়ে সুপারিশ করবে বলে আশ্বস্থ করেন।