নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৪ ও ১৫নং ওয়ার্ডের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারী) বিকালে শহরে বোয়ালিয়া খাল সংলগ্ন সড়কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অনেক উন্নয়ন করেছে যা আপনারা নিজের চোখেই দেখেছেন। কিন্তু তার উন্নয়নের কোন প্রচার আমরা করিনি। তাই বর্তমানে কিছু কুচক্রী মহল বলেন শেখ হাসিনা নাকি কিছুই করেন নি তাদের নেত্রী সব করেছেন। ওনারা প্রচার করেছেন প্রচারেই নাকি প্রসার। আমতো প্রচার করতে পারিনি। আপনারা জানেন পদ্মা সেতু নিয়ে আদালতে মামলা হয়েছে দুর্নীতি নাকি পদ্মা সেতুতে হয়েছে। কই দুর্নীতি খুজে না পেয়ে সে মামলা ডিসমিস হয়ে গেছে। যারা সড়যন্ত্র করেছিল পদ্মা সেতু নিয়ে আজ তারাই সে সেতু ব্যবহার করছে। বাংলাদেশের অধিকার ফিরিয়ে দিতে আমরা আইনের মাধ্যমে লরে অধিকার ফিরিয়ে পেয়েছি। আজকে আপনারা নিজের চোখেই দেখতে পারছেন দেশ কত উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ সাল এখন সে দিকে দেশ এগিয়ে যাচ্ছে। ঘরে ঘরে উন্নয়নের ছোয়া লেগেছে আজ প্রতিটি মানুষের কাছে মোবাইল ফোন আছে এ মোবাইল ফোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের হাতে তুলে দিয়েছে। বিএনপিকে উদ্দেশ্যে করে আনোয়ার বলেন, এতিমের টাকা মেরে খেয়েছিল কিন্তু তার পাপের ফসল আজও ভোগ করেছে বেগম খালেদা জিয়া। আজকে আওয়ামী লীগকে চাইলেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবেনা না ঐক্যেবদ্ধ আমরা।
এসময় সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড.হান্নান আহমেদ দুলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, মঞ্চের প্রথম সাড়িতে বসাছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি রবিউল, ডা.আতিকুজ্জামান, আহসান হাবিব, জিএম আরমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অংশে ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন এস,এম,পারভেজ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ১৫নং ওয়ার্ডে সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল (পল)।