জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে নারায়ণগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ই জুন) দুপর সাড়ে ১২ টায় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ মুশিউর রহমান।
জেলা স্বাস্হ্য ত্বতাবধায়ক স্বপন কুমার দেবনাথ এর সঞ্চলনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ অনীক বিশ্বাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণগন্জ
সদর ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মোঃআনোয়ার হোসেন সিসিটি, মোঃ শওকত জামান সহকারী স্টোর কিপার ইপিআই। সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ লুৎফর রহমান’র।
এসময় গণমাধ্যম কর্মীদের প্রশ্ন উত্তর পর্বে সিভিল সার্জন জানান, ভিটামিন এ এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে আগামীকাল রবিবার (১৮ই জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও পালন করা হবে।
এছাড়াও শিশুকে জন্মের ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলায় (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতিত) ৬-১১ মাসের ৩৯৫৯৩ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ( ১,০০,০০০ আই ইউ) এবং ১২-৫৯ মাস বয়সের ২,৮৫, ৮০জন শিশুকে ১টি লাল রংঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২,০০,০০০ আই ইউ) খাওয়ানো হবে।
অত্র জেলায় (সিটি করপোরেশন ব্যতিত) স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র ১,০৫৬টি, প্রতি কেন্দ্রে মোট ৩ জন (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীসহ) শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়ার তেমন কোন ঝুকি নেই। তাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সফল করার জন্য গনমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেছেন।