চলমান তাপপ্রবাহের মধ্যেই আগামী রোববার থেকে সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণী কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ বৃহস্পতিবার নির্দেশনা দেওয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রেণীকার্যক্রম চললেও তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে আসার আগ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রত্যাহিক সমাবেশ স্থগিত থাকবে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব কার্যক্রমে শিক্ষার্থীদের সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে আসতে হবে, সেগুলো সীমিত করতে হবে।গত কয়েকদিনের বন্ধে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি হয়েছে তা পূরণে স্কুল ও কলেজগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবার ক্লাস করাতে পারবে।
তাপপ্রবাহের কারণে ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহের সতর্কতা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে। অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আজ সকাল থেকে আরও অন্তত ৭২ ঘণ্টা তাপপ্রবাহ অব্যাহত