আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ উপজেলার কৃষকলীগের শান্তি ও উন্নয়ন মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগ যোগদান করেন।
শনিবার (২রা ডিসেম্বর) বিকাল ৪টায় পুরান টিপুরায় সোনারগাঁ উপজেলার কৃষকলীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিয়ম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক ও সাবেক জেলা পাবলিক প্রসিকিউটর এসএম ওয়াজেদ আলী খোকন।
নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগের সভাপতি কাশেম সম্রাট বলেন, বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান নিজের হাতে কৃষকলীগ প্রতিষ্ঠিত করেছে। আগামী ৭ই জানুয়ারী উন্নয়নের সরকার শেখ হাসিনাকে নৌকা মার্কায় নির্বাচিত করতে সারাদিন ভোট দিব। সেই সাথে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সোনারগাঁ উপজেলার কৃতিসন্তান কায়সার হাসনাতকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
সোনারগাঁ উপজেলার কৃষক লীগের সভাপতি হাজী শাহ জামাল তোতা মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো:সোহাগ রনি, জেলা কৃষকলীগ যুগ্ম সদস্য সচিব জিএম কামরুজামান আবুল, নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক রানা আহমেদ, ফতুল্লা থানা কৃষকলীগের সভাপতি আবু হানিফ, ইলিয়াস, এড.অঞ্জন দাস, কুলসুম খান, ডলি আক্তার, নুপুর আক্তার, সুমি আক্তার, হাজী কাশেম,আলামিন মাষ্টার, নুর ইসলাম, সোনাগাঁ কৃষকলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন।