নারায়ণগঞ্জ আপডেট:ভাষা আন্দোলনের অগ্রসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,স্বাধীনতা (মরণোত্তর) পদকপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ প্রয়াত জননেতা এ কে এম সামসুজ্জোহা ৩৬ তম মৃত্যুবার্ষিকি উপলক্ষে আলহাজ্ব আজমেরী ওসমানের উদ্দ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (২০শে ফেব্রুয়ারী) বাদ আসর কলেজ রোড সংলগ্ন আজমেরী ওসমানের নিজ বাসভবনে এ দোয়ার আয়োজন করা।প্রয়াত সাংসদ বীর মুক্তিযুদ্ধা নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের একজন ভক্ত দোয়া অনুষ্ঠানের পূর্বে জয়ন্ত সাহা নামে এক যুবক কলেমা শাহাদাৎ পড়ে ইসলাম ধর্ম গ্রহন করেন। অনুষ্ঠানে ঐ যুবকের নাম দেওয়া হয় মোঃ হুসাইন। পরে এ কে এম সামসুজ্জোহা সহ ওসমান পরিবারের সকল মৃত্যু ব্যাক্তির রুহের মাগফেরাত ও দেশ জাতীর কল্ল্যান কামনা করে দোয়া করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা আলী হায়দার শামীম, মসজিদ কমিটির সভাপতি মোঃ শামসুদ্দিন, সহ সভাপতি মোঃ বাদশা মিয়া,সাধারণ সম্পাদক দেওয়ান মনসুর, বিশিষ্ট সমাজ সেবক মমিনুল হক, আমির হোসেন, মোঃ হামিদ, মোঃ নাসির উদ্দীন, জেলা জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি শাহাদাৎ হোসেন রুপু,সাধারণ সম্পাদক শাহ আলম সবুজ, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, মোঃ ইফতি, ঢালী সহ প্রমূখ। মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।