বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদসহ ১০ নেতাকর্মীর জামিন
বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সেচ্ছাসেবক দল এর সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা বুধ বার (১০ মে) এক বিবৃতিতে কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, গত (১১ ফেব্রুয়ারি) আড়াইহাজারে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচী পালন করতে গেলে পুলিশ বাধা দেয় এবং বিএনপির
নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে। পরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দায়ের করে পুলিশ।
বিএনপি নেতা আজাদসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করছি।