নিজিস্ব প্রতিনিধি সঞ্জয় : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম জালাল হাজীর ৩৮তম মৃত্যুবার্ষিকী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
মরহুম হাজী জালাল উদ্দিন আহাম্মদ নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে “জালাল হাজী” নামে সুপরিচিত। তিনি ১৯১১ সনের ১১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের কদমরসূল এলাকায় এক সমভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন স্পষ্টবাদী, নির্ভীক ও ধর্মপ্রাণ ব্যাক্তি এবং একজন রাজনীতিবিদ হিসেবে তারঁ জীবন ছিল সামাজিক উন্নয়ণ ও মানব সেবায় সর্বধা নিবেদিত প্রাণ।
মরহুম জালাল হাজী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ঘোষিত বিএনপির প্রথম কমিটির ৬৭নং সদস্য হিসেবে অন্তর্ভূক্ত ছিলেন। নারায়ণগঞ্জ শহর বিএনপির প্রতিষ্ঠাতা ও সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে ১৯৭৮ সনে বাংলাদেশ জাতীয় সংসদের (২য় সংসদ) সম্মানিত সদস্য নির্বাচিত হন।
তিনি নারায়ণগঞ্জ শহর উন্নয়ন কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল, শহীদ জিয়া হল ও নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল নির্মাণে বিশেষ অবদান রেখেছিলেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, গনবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, হাজী সিরাজউদ্দিন মেমোঃ উচ্চ বিদ্যালয় সহ বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন।
মরহুমের ২য় পুত্র এডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সভাপতি ও একজন সফল ও সক্রীয় রাজনৈতিক ব্যক্তি হিসাবে এলাকায় সুপরিচিত এবং বর্তমানে ‘বিএনপি জাতীয় নির্বাহী কমিটির’ সদস্য। পিতার যোগ্য উত্তরসূরী রূপে ‘বিএনপি’ মনোনিত প্রার্থী হিসাবে নারায়ণগঞ্জ-৫ আসন হতে ৩বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর ছোট ছেলে হাজী আবুল হাছান, একজন সফল ব্যবসায়ী ও সমাজ সেবক।
মরহুমের নাতী ও নাত্নী, যথাক্রমে আবুল কাউছার আশা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির-যুগ্ম আহবায়ক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মেয়ে সামছুন নূর বাধন একজন উদীয়মান আইনজীবী হিসাবে ইতমধ্যে পরিচিত লাভ করেছে।
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি জালাল হাজীর মৃত্যুবার্ষিকী দিবসে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ হতে বাদ ফজর নবীগঞ্জ কবরস্থানে পবিত্র কোরআন খতম ও বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ হতে সুভানুধ্যায়ী সকলকে উক্ত অনুষ্ঠান সমূহে অংশগ্রহনের জন্য সবিনয়ে অনুরোধ জানানো হয়েছে।