আজ বিদেশে যেমন ৯৯৯ সেভাবে সার্ভিস দিচ্ছে আমরাও দিচ্ছি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এর আগে তিনি নানায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধুর বিশাল প্রতৃকিতি উদ্বোধন করেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু রাজারবাগে গিয়ে বলেছিলেন, তোমরা ঔপনিবেশিক পুলিশ নও। তোমাদের জনগণের পুলিশ হতে হবে।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আইডিয়া দিয়ে কাঠামো তৈরি করে দিয়ে আমাকে বলল, এটা চালু করুন। আজ বিদেশে যেমন ৯৯৯ সেভাবে সার্ভিস দিচ্ছে আমরাও দিচ্ছি।
বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে পুলিশের চেহারা পাল্টে গেছে। যেখানে যা দরকার সেটাই দেওয়া হচ্ছে। জনগণের পুলিশ বলতে যা বোঝায় সেটাই আমরা প্রতিষ্ঠিত করেছি। করোনার সময় আপনারা দেখেছেন।সেসময় পুলিশ জীবন বাজি রেখে দাফন কাফন করেছে ৷ পুলিশ আজ জনতার পুলিশ হয়েছে। যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ি। শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর বারাক ওবামা বলেছিলেন, তোমরা বাংলাদেশকে ফলো করো শেখ হাসিনাকে ফলো করো। মায়ানমার প্রায়ই রোহিঙ্গাদের বিতাড়িত করে। যখন গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে। আমরা যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলাম ঢুকতে দেব কী দেব না। তখন তিনি মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে বললেন, তাদের আসতে দাও। সারা বিশ্ব আজ অবাক। আমরা শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ, ক্লাইমেট নিয়েও প্রধানমন্ত্রী কাজ করছেন। ইউনাইটেড নেশন প্রধানমন্ত্রীকে চ্যাম্পিয়ন অব আর্থ ঘোষণা করেছে। তার কারণেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি বাংলাদেশকে টোটাল বদলে দিয়েছে।
তিনি আরো বলেন, আগে আমাদের পাসপোর্ট দেখলে বলত অমুক দেশের লোক আগে যাবে তমুক দেশের লোক আগে যাবে। আজ আমরা দেখছি পরিস্থিতি কী। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা বহু আগেই জাপানের মত দেশ হয়ে যেতাম। প্রধানমন্ত্রী বলেছেন ২০৪০ সালে আমরা উন্নত দেশ হব।
এসময় উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যলিয়াকত হোসেন খোকা,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল কমিনিউটি পুলিশেরে সভাপতি প্রভির কুমার প্রমুখ।