1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক - নারায়ণগঞ্জ আপডেট
সোমবার, ২৬ মে ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক ইয়ার্ন মার্চেন্ট এর অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি এম সোলায়মান আমরা মেধা ও যোগ্যতা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই – ডিসি জাহিদুল ইসলাম সিদ্ধিরগঞ্জে টেন্ডারে আগেই বিএনপি নেতারদখলে পশুর হাট নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ভূমি অফিসে শুরু হলো ৩ (তিন) দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা ইয়ার্ন মার্চেন্ট এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে যেনোচাঁদাবাজি না হয়: আশা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ নেই তাড়াহুড়ো করতে গিয়ে যেন পরিবারে দুঃখের ছায়া নেমে না আসে – ডিসি জাহিদুল ইসলাম

আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ ২নং রেল গেইট এলাকার মদিনা পেপার হাউজের মালিকানা নিয়ে দীর্ঘদিন মামলা শেষে অবশেষে আদালত থেকে প্রকৃত মালিকগণের পক্ষে দোকানটি বুঝিয়ে দেয়ার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

রবিবার (২৫মে) বিজ্ঞ আদালত রায়ের পর দখলদার ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক।

জানা যায়, নারায়ণগঞ্জের ২ নং রেল গেইট এলাকার মদিনা পেপার হাউজ নামের একটি দোকানের বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার ভাড়া সংক্রান্ত বিষয়ে ঝামেলা সৃষ্টি হলে গত ২০১৪ সনে দোকানটি নিয়ে জনৈক আব্দুর রহিমের তিন পুত্রের পক্ষে ইয়াসিন আরাফাত বাদি হয়ে বিবাদী সানজিদা আক্তারের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করে যার নং ৬৭/২০১৪। তিনি তার মামলায় দাবি করেন উক্ত দোকানটি তার পিতা ৩৬০০০/=(ছত্রিশ হাজার) টাকায় পজেশন কিনে নেন এবং বাড়ির মালিককে প্রতিমাসে ৫০০/= (পাঁচ শত) টাকা করে ভাড়া প্রদান করে। কিন্তু কয়েক মাস যাবৎ বাড়ির মালিককে ভাড়া দিতে গেলে সে ভাড়ার টাকা গ্রহন করছে না। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত বাদির পক্ষে রায় দিলে বিবাদী সংক্ষুদ্ধ হয়ে উচ্চ আদালতের সরনাপন্ন হলে উচ্চ আদালত মামলাটি পর্যবেক্ষন করে সানজিদা আক্তারের পক্ষে মামলাটির রায় প্রদান করেন।

এছাড়াও বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জের ফ্যাসিস আওয়ামী লীগের সংসদ সদস্য শামিম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহচর বাদী ইয়াসিন আরাফাত, পলাশ, পরস বন্ধুত্বের সম্পর্ক থাকায় ওসমানীয় শক্তির বলে আরাফাত বাড়িওলার সম্পত্তিটি জোড় পূর্বক দখলের রেখেছিল। আদালতে রায়ে ন্যায় বিচার প্রাপ্ত হওয়ায় বাড়ির মালিক সানজিদা আক্তার এখন তার দোকানটি বুঝে পেতে আর কোনো প্রতিবন্ধকতা থাকলো না।

এ ব্যাপারে বাড়ির মালিক সানজিদা আক্তারের ভাই সোহেল আমাদের প্রতিবেদককে জানান, দীর্ঘদিন মামলা পরিচালনা শেষে আমার বোন ন্যায় বিচার পেয়েছে। নারায়ণগঞ্জের প্রধান বানিজ্যিক এলাকায় দোকানটি হওয়ায় এই দোকানটির ভাড়া অনেক কিন্তু তারা ক্ষমতার জোড়ে মান্দাত্বা আমলের ভাড়া মাত্র ৫০০/= পাঁচ শত টাকা দিয়ে আসছে। এটা ন্যায়ের অন্তরায়। আমরা বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বলতে গেলে তারা মিথ্যার আশ্রয় নেয়। আমরা মামলা জয়ের পরও তাদের বিরুদ্ধে জোড় না খাটিয়ে আগামী সাত দিনের মধ্যে আমার বোনের সাথে কথা বলে দোকান পরিচালনা করার অনুরোধ জানিয়েছি। আমরা সর্বদা ন্যায়ের পক্ষে আছি এবং থাকবো। অন্যথায় আইনের আশ্রয়ের মাধ্যমে ন্যায় বুজিয়া নিব।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ১১:৪০)
  • ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৮শে জিলকদ, ১৪৪৬ হিজরি
  • ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL