৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ ২নং রেলগেইটে ১লা ডিসেম্বর পুলিশের গুলিতে নিহত শহীদ রবিউল এর ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর ২নং রেল গেইট সংলগ্ন আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের সামনের রাস্তায় শহীদ রবিউল স্মৃতি সংসদের আয়োজনে এ স্মরন সভা অনুষ্ঠানে ১৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও ডিএন রোড নন্দীপাড়া সমাজ কল্যান সংগঠনের সভাপতি মামুন প্রধান মিছিলের পূর্বে সৌজন্য সাক্ষাৎ করেন, কেন্দ্রীয় ‘জাসাস’ এর যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানির,সাথে
উক্ত দোয়া উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, কেন্দ্রীয় জাসসের সাবেক সদস্য হাজী শাহিন,জেলা জাসসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, মহানগরের জাসসের সভাপতি স্বপন চৌধুরী, ১৪ নং ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার, সদর থানা জাসসের সভাপতি ঝিকু খান, সাধারন সম্পাদক এড.গার্লিভ, আওলাদ হোসেন, দেলোয়ার, নুর ইসলাম,মনির সহ প্রমূখ।