1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
আপনারা জনগনের কাছে মাফ চেয়ে ভোট চান - খোকন সাহা - নারায়ণগঞ্জ আপডেট
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বন্দর থানা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক কল্যাণ বহুমূখী সমবায় সমিতির কমিটি ঘোষনা ও পরিচিত সভা অনুষ্ঠিত বিকেএমইএ‘র ব্যবসায়ী সংগঠনের স্মারকলিপি ফতুল্লা থানায় অর্থ লেনদেনের মাধ্যমে হত্যা মামলার আসামি মুক্ত, পুলিশ বলছে অবজারভেশনে ছিল। নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির একাল-সেকাল নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান বন্দরে সিএসডিতে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ আসমার বিরুদ্ধে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, দু-এক দিনের মধ্যে ব্যবস্থা: ডিএমপি কমিশনার সাদপন্থি সন্ত্রাসীদের বিচার না হলে সারাদেশে আগুন জ্বলবে – মাওলানা আব্দুল আউয়াল জাতীয়তাবাদী প্রজন্ম দল ফতুল্লা থানার সম্মেলন অনুষ্ঠিত

আপনারা জনগনের কাছে মাফ চেয়ে ভোট চান – খোকন সাহা

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯৭ Time View
ছবি
ছবি

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ট কর্মী, নারায়ণগঞ্জ জেলা ও শহর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতার মরোণত্তর পদকে ভূষিত একেএম শামসুজ্জোহার স্মরণে ওই দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ গুলো আমাদের সমাপ্ত করতে হবে। তাহলেই নারায়ণগঞ্জের এই দুই প্রয়াত নেতার (শামসুজ্জোহা-চুনকা) আত্মার প্রতি আসলেই শ্রদ্ধা নিবেদন করা হবে।

রোববার (২৬ ফেব্রয়ারি) সন্ধ্যায় ২নং গেট এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ওনারা একটু দুর যায়, আর দাড়ায় থাকে। আমার মনে হচ্ছে এটা তাদের শেষ পদযাত্রা। আপনারা জনগনের কাছে মাফ চেয়ে ভোট চান। কারণ ক্ষমতা তাদেরই হাতে। নির্বাচনে আসেন, জনগনের কাছে যান। আমাদের তো দায়িত্ব না আপনাদের নির্বাচনে আনা। এতই ঠেকা পরছে আমগো যে, বিএনপিরে ডাইকা আইনা বলবো নির্বাচন করনে। নির্বাচনের ট্রেন ২০১৪ সালে মিস করছেন আর ২০২৪ সালেও মিস করবেন। জনগন তাদের প্রত্যাক্ষান করেছে। বিএনপিকে বাংলার জনগন আর দেখতে চায় না। বিএনপির বন্ধুরা গতকাল পদ যাত্রা করলেন। এক-দেড় হাজার লোক নিয়ে মিশনপাড়া থেকে খানপুরের রোড বন্ধ রাখলেন। পদযাত্রার নামে মানুষের দুর্ভোগ বাড়ালেন। তাদের আন্দোলন জনসম্পৃক্ত ছিলো না। তাদের আন্দোলন জ্বালাও-পোড়াও এর মতো ছিলো। বিএনপি এখন তত্বাবাধায়ক সরকারসহ ১০ দফা বাস্তবায়ন করতে চায়। এই বাংলাদেশে তত্বাবাধায়ক সরকারের ফিরে আসার কোন সুযোগ নাই। এ বিষয়ে মহামান্য উচ্চ আদালত নির্দেশনা দিয়েছেন এদেশে তত্বাবাধায়ক সরকার আর হবে না।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, এড. হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আরমান, সাংগঠনিক সম্পাদক. এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড: হাবিব মুজাহিদ পলু, কার্যকারী সদসন্য এনসিসি ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরসহ প্রমূখ।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (রাত ২:০৮)
  • ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL