স্টাফ রিপোর্টার :
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ স্লোগানকে সামনে রেখে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যদি আমরা টেকনোলজিকে ব্যবহার করতে জানি তাহলে আমাদের যে সেবার প্রয়োজন সেটা আমরা নিতে পারবো। আর যদি সেটার ব্যবহার না জানি তাহলে আমাদের জন্য মরন ফাঁদ হয়ে যাবে। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের জায়গা খুব কম কিন্তু তারা প্রযুক্তিকে ব্যবহার করে সারা পৃথিবীতে দাপট দেখিয়ে বেড়াচ্ছে। কিন্তু আমাদের এত জনসংখ্যা, সুন্দর দেশ অথচ আমরা সেই দাপট দেখাতে পারছিনা।
বর্তমান পৃথিবীতে আমরা প্রতিযোগিতার মধ্য দিয়ে চলছি। যা কিনা হচ্ছে লিমিট লেস স্পিড। যদি প্রযুক্তিকে আমরা নিয়ন্ত্রন করতে না পারি তাহলে লিমিট লেস স্পিডের এই পৃথিবীতে আমরা পিছিয়ে পড়বো। মানিকগঞ্জের জুলহাস মোল্লা যেমন প্লেন উড়িয়ে দেখিয়েছেন তেমন কেউ কি নারায়ণগঞ্জে আসতে পারেনা। যদি এমন কেউ থাকে তাহলে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আমরা চাই আমাদের সন্তানরা এগিয়ে আসুক সেই দক্ষতা ও যোগ্যতা নিয়ে। এ বিশ্বে আমরা কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না, কারো মুখাপেক্ষী হতে চাই না এবং কারো দ্বারা শোষিত হতে চাই না। আমরা মেধা ও যোগ্যতা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে দেশকে ভালোবেসে কাজ করতে হবে।
বক্তব্য শেষে ডিসি জাহিদুল ইসলাম মিঞা বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, জেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান সহ প্রমুখ।