আমিনুল ইসলাম স্মৃতি সংসদের পক্ষ থেকে চতুর্থ দিনে তীব্র তাপদাহে তৃষ্ণার্থ মানুষ, রিক্সা চালক,ভ্যান চালকসহ ২ হাজার পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়। গতকাল (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পালপাড়া মোড়ে রিক্সা চালক ও শ্রমজীবী, পথচারীরা বিনামূল্যে ঠান্ডা শরবত পেয়ে স্বস্তি পায়।
শরবত বিতরণকালে মহানগর যুবলীগের কার্যকারী সদস্য ফাইজুল ইসলাম রুবেল বলেন, কয়েকদিন যাবৎ সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও বেঠেছে তীব্র গরম। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বের হলে প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাই তাদের কথা ভেবেই আমিনুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে টানা চতুর্থ দিনের মতো শহরে খেটে খাওয়া দিন মজুর- তৃষ্ণার্থ পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করছি। আমরা সাধ্যমত চেষ্টা করছি, একটু ঠান্ডা শরবতের মাধ্যমে তাদেরকে সামান্য পরিমান হলেও স্বস্তি দিতে। আর এটা আজকেই শেষ নয় সামনে আরো বেশ কয়েকদিন তীব্র তাপদাহে তৃষ্ণার্থ দের পাশে থাকবে আমিনুল ইসলাম স্মৃতি সংসদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম লিটন, শহিদুল ইসলাম ফারুক, জহিরুল ইসলাম মুকুল, ফয়জুল ইসলাম বিশাল, বুলু পাল, বিমল পাল, মো.রাকিব, উত্তম, বাবু, জ্যাকি নন্দি, সজিব ঘোষ, দীপ ঘোষসহ প্রমুখ।