বিপিএল খেলার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হারিস। তবে শেষ পর্যন্ত আর বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিতে খেলা হয়ে ওঠেনি তার। হারিসকে বিপিএলে খেলার ছাড়পত্র (এনওসি) দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে বাধ্য হয়ে দেশে ফিরে যেতে হয়েছে তাকে।
এবারের বিপিএলে হারিসকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে শেষ পর্যন্ত আর এই পাকিস্তানি তারকাকে মাঠে নামাতে পারেনি শুভাগত হোমের দল। হারিসের পরিবর্তে কাকে দলে নেবে চট্টগ্রাম, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলে আসার আগে গত বছরের জুলাই-আগস্টে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ ও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছিলেন হারিস। তখন তাকে পিসিবি থেকে অনুমতিও দেওয়া হয়েছিল। তবে হারিসকে বিপিএলে খেলার অনুমতি দেয়নি পিসিবি।
হারিস জানিয়েছেন, ভালো প্রস্তুতির জন্য আগেই বাংলাদেশে এসেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে তিনি আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।কারণ, তার নো অবজেক্টশন সার্টিফিকেট (এনওসি) ইস্যু করা হয়নি।
হারিস বলেন, ‘আমার খেয়াল রাখা এবং সুযোগ দেওয়ার জন্য চট্টগ্রাম টিম ম্যানেজমেন্ট এবং বিসিবিকে ধন্যবাদ। আমার ভক্তদের কিছু দুর্দান্ত খেলা উপহার দেওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত করতে সময়মতোই বাংলাদেশে এসেছি। দুর্ভাগ্যবশত, আমার এনওসি জারি করা হয়নি। তাই আমি কোনো খেলা খেলবো না। আমি জানতাম, আমার দলের আমাকে প্রয়োজন। আশা করি, আগামী বছর তাদের সঙ্গে যোগ দেবো। আমি সত্যিই বিপিএলকে মিস করবো
চলতি আসরের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে চট্টগ্রাম। তবে দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরেছে বন্দরনগরীর দলটি।