1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
আলীরটেকের ৩০ হাজার মানুষ শহরে যায়-‌সে‌লিম ওসমান - নারায়ণগঞ্জ আপডেট
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে হঠাৎ ১০ শিক্ষার্থী অসুস্থ সাংবাদিক জিসানের মুক্তি ও হয়রানিমূলক মামলা বন্ধের দাবি এড. জয়ন্ত ঘোষের মৃত্যুতে নারায়নগঞ্জ আপডেট পরিবারের শোক আমরা যেন ভূমি সংক্রান্ত প্রজেক্টটা সফলভাবে সম্পন্ন করতে পারি : মহাপরিচালক এই সরকারের একমাত্র ম্যান্ডেট স্বচ্ছ-নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা : সালাহউদ্দিন বিধ্বস্ত দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে – গিয়াস উদ্দিন বন্দরে হযরত ইন্নত আলী শাহ’র মাজার জিয়ারতে জাকির খান, কর্মী সমর্থকদের ভালোবাসায় সিক্ত ফরাজিকান্দায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা পুলিশি বাধায় কাজ বন্ধ আইভীকে গ্রেফতারে বাধা দেওয়ায় মামলা,আসামি অজ্ঞাতসহ ২৫২, আটক ৩ মাসদাইরে সন্ত্রাসী ও খুনী খন্দকার শাহীন বাহিনী কর্তৃক ব্যবসায়ী লিটন,শ্যামলের বাড়িতে হামলা

আলীরটেকের ৩০ হাজার মানুষ শহরে যায়-‌সে‌লিম ওসমান

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৫১ Time View

নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, আলীরটেক ইউনিয়নে খুব দ্রুতই ফেরির ব্যবস্থা করা হবে। আগে নৌকা- কোষা করে আলীরটেক ইউনিয়নের মানুষ নদী পারাপার হতো। আপনাদের ফেরীর চাহিদা কত বড় বিশাল মানুষের উপস্থিতি প্রমান করে। এর আগে রোড’স এন্ড হাইওয়ের সাথে বসেছিলাম তারা বলেছিল রমজানের আগে ফেরী চালু হবে কিন্তু চালু হয়নি। লজ্জায় আমি এলাকায় আসিনি।

অতিদ্রুত সময়ের মধ্যে ফেরী চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, ফেরী চালুর সব ব্যবস্থা সম্পর্ন একটি মাত্র সমস্যা আজকের পর ঠিক হয়ে যাবে।

শনিবার (২০ মে) সকালে ডিক্রীরচর ঘাট সংলগ্ন বালুর মাঠে ডিক্রীরচর ফেরি চালুর নির্মান কাজ পরিদর্শনের পূর্বে এলাকাবাসীর উদ্যোশ্য প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সেলিম ওসমান আরও বলেন, রোদ- বৃষ্টি – কুয়াশা পার হয়ে আলীরটেকের ৩০ হাজার মানুষ শহরে যায়। ছেলে মেয়েরা শিক্ষিত হতে পারছেনা। প্রত্যেক পরিবারে উন্নয়ন করতে চাই।নিজস্ব অর্থায়নে কাজ করলে দেরী হয়না। আমি ৩০০ কোটি টাকার উন্নয়ন করেছি।

আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক,মহাসড়ক ও পরিবহন বিভাগের যুগ্ম সচিব সুলতানা ইয়াসমিন,সড়ক ও জনপথ বিভাগ নারায়নগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিজুল হক খান,সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী সামসুন নাহার প্রমুখ।

উপস্থিত ছিলেন আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সমাজসেবক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, আব্দুল কাদির মূর্ধা,জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির জাহাঙ্গীর ভান্ডারী, আব্দুল গফুর রাজা,আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য মোকতার হোসেন, শাহীন রাজু,জাকির হোসেন,রওশন আলী,ফিরোজ মিয়া,সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ ওমর ফারুক,মোঃ দিদার হোসেন,শফিকুল ইসলাম বিপ্লব প্রমুখ।
সেলিম ওসমান এমপি আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়ন করতে হবে।আলীরটেকে ফেরী নিয়ে কোন বিভেদ সৃষ্টি হয়নি।সবাই ফেরী চান।সরকার চাচ্ছে প্রত্যেকটি এলাকায় উন্নয়ন হোক।শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে তরুন প্রজন্ম উন্নত হবে।

ডিএফডিপি’র যুগ্ম সচিব সুলতানা ফেরদৌস বলেন, ফেরি ঘাটের প্রয়োজনীয়তা আপনাদের উপস্থিতি প্রমান করে। নাসিম ওসমান এমপির নামে সেতু হয়েছে। পদ্মা সেতু আত্ন মর্যাদার প্রতীক। ফেরির জন্য দেখতে হবে ইকোনমিক বায়োবল কিনা। রাস্তা যানবাহন চলাচলের উপযোগী করতে হবে।
পরে আলীরটেকের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন অতিথি বৃন্দ।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (রাত ৪:৪৩)
  • ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি
  • ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL