নারায়ণগঞ্জের আলোচিত সৈয়দপুর কয়লাঘাট পশুর হাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের পুত্র যুব সমাজের অহংকার একেএম আয়ন ওসমান।
মঙ্গলবার (২৭ জুন) রাতে তিনি এ হাট পরিদর্শন করেন।
হাট পরিদর্শন শেষে শুভেচ্ছা বক্তব্যে অয়ন ওসমান বলেন, এ হাট পরিদর্শন করে সত্যিই খুব ভালো লাগলো। এ হাট নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু এখানে আসার পর এবং এখানকার শৃঙ্খলতা দেখে আমি অবিভিত। আমি চাই প্রতিটি হাটে এমন শৃঙ্খলতা বজায় থাকুক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আসলে ঈদ হলো আনন্দের বিষয়। এ ঈদকে কেন্দ্র করে শুধুমাত্র হাট নিয়ে কেন আমরা নিজেদের মধ্যে হাঙ্গামা করবো। আমি চাই সবাই মিলেমিশে হাট করবো এবং ঈদের আনন্দ ভাগ করে নেবো। এছাড়াও হাটের শৃঙ্খলতার জন্য তিনি হাট কর্তৃপক্ষে ধন্যবাদ জানান।
এর আগে হাট পরিদর্শনে এলে অয়ন ওসমানকে হাট কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলে, যুবলীগ নেতা আহমেদ কাউসার, হাটের ইজারাদার মো: বাবু, সদর থানা কৃষকলীগ নেতা কাশেম সম্রাট, রানা আহমেদ, আবু তাহের রাজু, রফিক মেম্বার, সৈকত মেম্বার, ফয়সাল মাদবর, সোহেল হোসেন, রনি, মাঈনুদ্দিন, শরীফ আহমেদ সানি, মহসিন প্রমূখ।