ম্যাচের শুরুতে অবশ্য রোনালদোর সামনে সুযোগ এসেছিল দলকে এগিয়ে দেওয়ার। কিন্তু ১৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন ‘সিআর সেভেন’। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ওতাবিও গোল করলেও সেটি বাতিল হয় অফসাইডের কারণে। শেষ পর্যন্ত গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ডেডলক ভাঙেন আল হিলাল তারকা সালেম আলদাউসারি। দারুণ এক ফিনিশিংয়ে গোল করেন দাউসারি। ৬৬ মিনিটে ম্যালকমের শট ফিরে আসে পোস্টে লেগে। তবে আল হিলালের ২-০ ব্যবধানে এগিয়ে যেতে ৭২ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। হেড দিয়ে গোলটি করেন ম্যালকমই। এরপর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে আল নাসর। তবে রোনালদোর লাল কার্ডের পর আর লড়াইয়ে ফিরতে পারেনি তারা। শেষ দিকে সাদিও মানের গোল শুধুই সান্ত্বনা দিয়েছে।ম্যাচ শেষে রোনালদোর লাল কার্ডের জন্য প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকেই আঙুল তোলেন আল নাসর কোচ লুইস কাস্ত্রো। তিনি বলেছেন, ‘আলি আলবুহাইলি এদিন রেফারি ও রোনালদোর সামনে নাটক করেছে। এ মৌসুমে আমরা একাধিকবার রোনালদোকে প্রতিপক্ষদের দ্বারা উসকানি দিতে দেখেছি।’
রোনালদোর আল নাসর পরের ম্যাচ খেলবে ১৯ এপ্রিল। সৌদি প্রো লিগের সেই ম্যাচে আল নাসরের প্রতিপক্ষ আল ফেইহার বিপক্ষে।