প্রেস বিজ্ঞপ্তি: খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরাফাত চৌধুরী। সেই সঙ্গে নতুন বছরের সবার জীবনে অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আসুক এমন কামনা করেছেন তিনি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান ‘শুভ নববর্ষ’।
ওই বিবৃতিতে তিনি বলেন, ‘খৃষ্টীয় নববর্ষ উপলক্ষে আমি দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি-সবার জীবনে খৃষ্টীয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক।
নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক ।
পুরাতন বছরের দুঃখ, হতাশা ভুলে নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন । সকলকে নতুন বছরের শুভেচ্ছা।