1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
ইন্টার মায়ামির ছয় গোলের সবকটিতে অবদান রাখলেন মেসি - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

ইন্টার মায়ামির ছয় গোলের সবকটিতে অবদান রাখলেন মেসি

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩১৭ Time View

নিউইয়র্ক রেড বুলসের জালে ইন্টার মায়ামির গোল উৎসবে নিজেকে মেলে ধরলেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লাবের ছয় গোলের সবকটিতে অবদান রাখলেন। একটি গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট এলো মহাতারকার পা থেকে। পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ইতিহাসে দুটি রেকর্ড গড়লেন তিনি।রোববার বাংলাদেশ সময় সকালে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৬-২ গোলের বিশাল জয় পেয়েছে মায়ামি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মেসির পাশাপাশি নজর কাড়েন লুইস সুয়ারেজ ও মাতিয়াস রোহাস। উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ হ্যাটট্রিকের স্বাদ নেন। মেসির গোলটিতেও অ্যাসিস্ট করেন তিনি। বদলি নেমে প্যারাগুইয়ান উইঙ্গার রোহাস করেন বাকি দুই গোল।এমএলএসে কোনো ম্যাচে সবচেয়ে বেশি (পাঁচটি) অ্যাসিস্ট করার রেকর্ড এখন মেসির। একইসঙ্গে কোনো ম্যাচে সর্বোচ্চ সংখ্যক গোলে (ছয়টি) ভূমিকা রাখার কীর্তি শোভা পাচ্ছে তার নামের পাশে।অথচ প্রথমার্ধ শেষে হারের শঙ্কায় ছিল লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মায়ামি। ৩০তম মিনিটে দান্তে ফনজেয়ারের লক্ষ্যভেদে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল রেড বুলস। তবে বিরতির পর ভোজবাজির মতো পাল্টে যায় যেন ম্যাচের দৃশ্যপট! মেসি, সুয়ারেজ আর রোহাস মিলিয়ে স্রেফ গুঁড়িয়ে দেন প্রতিপক্ষকে। ফলে গত মার্চে রেড বুলসের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার প্রতিশোধ মিলে যায় মায়ামির। ওই ম্যাচে অবশ্য চোটের কারণে ছিলেন না ৩৬ বছর বয়সী মেসি।৪৮তম মিনিটে রোহাস মায়ামিকে সমতায় ফেরানোর পর ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ৬২তম মিনিটে। দুটি গোলেরই যোগানদাতা মেসি। মাঝে ৫০তম মিনিটে রেকর্ড আটবারের ব্যালন দি’অরজয়ী ফুটবলার নিজেও নিশানা ভেদ করেন। এরপর একপেশে লড়াই হয়ে ওঠে কেবলই মেসি-সুয়ারেজময়। মেসির সহায়তায় মাত্র ১২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করে ফেলেন সুয়ারেজ। যথাক্রমে ৬৯তম, ৭৫তম ও ৮১তম মিনিটে জাল কাঁপান তিনি। যোগ করা সময়ের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে রেড বুলসের হয়ে ব্যবধান কমান এমিল ফোর্সবার্গ।১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট তালিকার এক নম্বর স্থান মজবুত করল মায়ামি। জেরার্দো মার্তিনোর শিষ্যদের চেয়ে এক ম্যাচ কম খেলা এফসি সিনসিনাটি ২১ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিনে থাকা রেড বুলসের অর্জন ১১ ম্যাচে ১৭ পয়েন্ট।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ৩:৩৫)
  • ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL