বন্দর প্রতিনিধি : ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সদরের ২ মাদক কারবারিকে বন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো নারায়নগঞ্জ সদর মডেল থানার দেওভোগ পাক্কারোড এলাকার মো: শফি মিয়া ছেলে মাদক করবারি টিটু মিয়া (৩৬) ও একই এলাকার সুরুজ মিয়ার ছেলে রবিন (৪০)। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় বন্দর থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি তিন রাস্তার মোড়ে বিশেষ অভিযান চালিয়ে এদরেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক শওকত আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১২(২)২৪। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।