ফতুল্লার ইসদাইর রেল লাইনস্থ নতুন রাস্তা থেকে হেরোইন সহ দুই মাদক বিক্রেতা কে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার ইসদাইর নতুন রাস্তার(রেল লাইনের পশ্চিম পার্শ্বে) মাসুর বাড়ির ভাড়াটিয়া মৃত রবিউল আলমের পুত্র মোঃ ইউসুফ (৩০) ও আবু হানিফের পুত্র সাজ্জাদ (২০)। বুধবার বিকেলে তাদেরকে ইসদাইর রেল লাইন নতুন রাস্তা থেকে গ্রেপ্তার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ২৭ গ্রাম(৩০০ পুরিয়া) হেরোইন উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফজলুল হক খানের নেতৃত্বে পরিদর্শক জেরিন সুলতানা, সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ রোকুনুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ মামুনুল ইসলাম শিকদার সঙ্গীয় একটি টিম নিয়ে বুধবার বিকেল পাচটার দিকে ইসদাইর রেল লাইন নতুন রাস্তা সংলগ্ন মোসাঃ মাসুর ভাড়াটিয়া বাড়ীতে অভিযান চালিয়ে ২৭ গ্রাম(৩০০ পুরিয়া) হেরোইন সহ মাদক বিক্রেতা ইউসুফ ও সাজ্জাদ কে গ্রেপ্তার করে। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফজলুল হক খান জানান, গ্রেফতারকৃতরা শির্ষস্থানীয় মাদক ব্যবসায়ী মিলনের সহোযোগি। তাদের মধ্যে ইউসুফ মিলনের ক্যাশিয়ার বলে পরিচিত।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।