দ্যা ডিসেন্ট কোম্পানী আয়োজিত ড্রিম-৪ ফাল্গুন উৎসব মেলা অনুষ্ঠিত হচ্ছে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শহরের কলেজ রোড এলাকর যাদু কনভেনশন হলে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার দ্বিতীয় দিন সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি উপস্থিত হয়েছিলেন। লিপি ওসমান স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং নারী উদ্যোক্তাদের সাথে কথা বলেন। তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করেন এবং সহযোগিতারও আশ্বাস দেন। এ প্রসঙ্গে মেলার উদ্যোক্তা হাসিবা মনিকা বলেন, আমাদের মেলার আয়োজন করা হয়েছে নারী উদ্যোক্তাদের নিয়ে। যারা অনলাইন ব্যবসা করে তাদেরকে একটা প্লাটফর্ম তৈরি করে দিয়েছি আমরা। যেন এখানে তাদের পণ্যগুলো প্রদর্শন করতে পারে এবং যারা ক্রেতা তারা যেন যাছাই বাছাই করে কেনাকাটা করতে পারে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হোক এটাই কামনা করি।
অ্যাডভোকেটই সুইটি ইয়াসমিন বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় মেয়েরা যখন এগিয়ে যায় তখন এই বিষয়টি আমাদের কাছে খুব ভালো লাগে। আমাদের নারীদের বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা প্রেরণা দিয়ে সহােগিতা করে থাকেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। এজন্য আমরা তার প্রতি সবসময় কৃতজ্ঞ। নারী উদ্যোক্তাদের উদ্দেশ্য করে সালমা ওসমান লিপি বলেন, আমি নারী উদ্যোক্তাদের প্রত্যাশাকে স্বাগত জানাই। তারা যেন সর্বাত্মকভাবে সফল হয় এবং তারা যেন অনেকদূর এগিয়ে যেতে পারে। যারা নারী উদ্যোক্তা তৈরি করেন এবং যারা নারী উদ্যোক্তা তাদের যেন মাইলফলক হতে পারে সেই শুভকামনা করি।