অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি এড. আসাদুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, সাবেক সদস্য শামসুজ্জামান ভাষানী প্রমুখ।