বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী তার সংগঠনের পক্ষ থেকে দেশবাসি সকলকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিত্বে সদর থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান।
বিবৃতিত্বে তিনি আরও উল্লেখ করেন, আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধের সেই সকল বীর সন্তানদের প্রতি, যাঁরা তাঁদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন।
১৬ ডিসেম্বর! এটি আমাদের গৌরবের, বিজয়ের, আর আনন্দ-অশ্রু-মাখা এক মুক্তির দিন। আজ থেকে ঠিক ৫৩ বছর আগে, এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের পতাকায় আকাশ-বাতাসে উদ্ভাসিত হয়েছিল। দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা পেয়েছিলাম স্বাধীনতা, যা আজও আমাদের হৃদয়ে অমর সত্ত্বার মতো বাস করে। আজকের এই মহান দিবসে আমরা পৃথিবীর বুকে একটি স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম।