নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এড.এ,এইচ,এম রিয়াজুল ইসলাম আজাদের মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জানুয়ারী) দুপুরে আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবনে এ শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্মৃতি চারন করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল বলেন, মৃত্যু আমাদের সকলের নিশ্চিত। মৃত্যুর পর আর কোন কিছু কারো সাথে থাকে না । আমরা তার সাথে আর কখনো কথা বলতে পারবো না। তার জন্য দোয়া করব এবং দুটি মেয়ে সন্তান রেখে গেছেন তাদের জন্যও দোয়া করব। আমরা সকলের জন্য দোয়া করব যারা মারা গেছেন। রিয়াজুল সাহেব সাথে কারো কিছু হলে তাবে মাফ করে দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.রনি, এড.জাকির হোসেন, এড.মাসুদ-উর- রউফ, এড.মোহসীন মিয়া, এড.আব্দুর রশিদ ভূইয়া, এড.সরকার হুমায়ন, এড.আবু আল ইউসুব খান টিপু, এড.শিমুল, প্রয়াত রিয়াজুল ইসলামের বড় মেয়ে তাবাছুম ইসলাম নাবিলা, সহ অন্যান্য আইনজীবীবৃন্দ।