1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
এবার উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু, অভিযোগের তির ভারতীয় কাশির ওষুধে - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বন্দরে প্রবাসীর বাড়িতে চুরি, ১০ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা লুট নারায়ণগঞ্জে জনসচেতনতা সাইনবোর্ড স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রমের উদ্বোধন ভারতীয় পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার নির্দেশ ট্রাম্পের ঢাকায় বিএনপির বিজয় র‍্যালীতে আশা’র নির্দেশে মিছিল নিয়ে অংশগ্রহণ সাংবাদিক টিটু’র মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা ‘ঐতিহাসিক’ একে স্বাগত জানাই : মির্জা ফখরুল ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা ৫ ই আগষ্ট পুলিশের গুলিতে শহীদ হন নারায়ণগঞ্জের আমানত বিএনপি যেকোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত : সালাহউদ্দিন

এবার উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু, অভিযোগের তির ভারতীয় কাশির ওষুধে

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২২৭ Time View

আন্তর্জা‌তিক ডেস্ক রি‌পোর্ট: মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, ভারতে তৈরি কাশির সিরাপ খাওয়ার পর এসব শিশুর মৃত্যু হয়েছে। এর আগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াও একই ধরনের অভিযোগ তুলেছিল।

উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, দেশটিতে মারা যাওয়া শিশুরা ভারতের ম্যারিয়ন বায়োটেকের ‘ডক-১ ম্যাক্স’ নামের কাশির সিরাপ খেয়েছিল। উজবেকিস্তান ভারতকে জানিয়েছে, তাদের পরীক্ষাগারে দেখা গেছে, ওই সিরাপে বিষাক্ত পদার্থ ‘ইথিলিন গ্লাইকন’ পাওয়া গেছে।

উজবেকিস্তানের অভিযোগ ওঠার পর নড়েচড়ে বসেছে ভারত। উত্তর প্রদেশে অবস্থিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডকে আপাতত কাশির সিরাপ উৎপাদন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বলা হয়েছে, ডক-১ ম্যাক্সসহ গ্লাইকনযুক্ত সব ধরনের ওষুধ তৈরি আপাতত বন্ধ রাখতে হবে।

এ ছাড়া ডক-১ ম্যাক্স সিরাপের নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়। তিনি বলেন, ‘সিরাপের নমুনা চণ্ডীগড়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, অভিযোগ পাওয়ার পর ২৭ ডিসেম্বর থেকে ভারত সরকার উজবেকিস্তানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।

ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল সংস্থা ও উত্তর প্রদেশের ড্রাগস কন্ট্রোলিং অ্যান্ড লাইসেন্সিং অথরিটি যৌথভাবে এ ঘটনার তদন্ত শুরু করেছে।
এর আগে গত অক্টোবরে গাম্বিয়ার পক্ষ থেকে একই ধরনের অভিযোগ জানানো হয়। দেশটির সরকার জানায়, চার ধরনের কাশির সিরাপ খেয়ে দেশটিতে ৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এসব সিরাপ তৈরি করেছে ভারতের হরিয়ানার প্রতিষ্ঠান মেডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আফ্রিকায় কাশির সিরাপ খেয়ে ৬৯ শিশুর মৃত্যু, ভারতীয় ওষুধ কোম্পানির উৎপাদন স্থগিত

ওই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পরে ভারতের ড্রাগস কন্ট্রোলার জানায়, গাম্বিয়ায় শিশু মৃত্যুর পেছনে কাশির সিরাপের প্রত্যক্ষ সংযোগ না–ও থাকতে পারে। কারণ, দেশটিতে এমন শিশুও মারা গিয়েছে, যারা ওই কাশির সিরাপ খায়নি।

গাম্বিয়ার পর উজবেকিস্তান থেকে একই ধরনের অভিযোগ আসায় বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ গতকাল বুধবার টুইটে বলেন, ‘মনে হচ্ছে, ভারতে তৈরি কাশির সিরাপ প্রাণঘাতী। প্রথমে গাম্বিয়া জানিয়েছিল, ভারতীয় সিরাপ খেয়ে সে দেশের ৭০ জন শিশু মারা গেছে, এবার উজবেকিস্তান ১৮ জনের মৃত্যুর খবর দিল। ভারত পৃথিবীর ফার্মেসি, মোদি সরকারের এমন প্রচার এবার বন্ধ হওয়া দরকার। এ ঘটনায় সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।’

৯৯ শিশুর মৃত্যুর পর সব সিরাপ বন্ধ করল ইন্দোনেশিয়া
অন্যদিকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য জবাব দিতে দেরি করেননি। তিনিও টুইট করে বলেন, ‘গাম্বিয়ার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন ভারতের ড্রাগস কন্ট্রোলার। গাম্বিয়া সরকারও এর ব্যাখ্যা দিয়েছে। এরপরও কংগ্রেস দেশকে বিদ্রুপ করেই চলেছে। এটা লজ্জার।’

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (সকাল ১০:৪০)
  • ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৬ই সফর, ১৪৪৭ হিজরি
  • ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL