1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
এমডি মোবারক ও জিএম জালালের বিরুদ্ধে থানায় অভিযোগঋণ প্রস্তাবের নামে কোটি টাকা বাণিজ্য, গ্রাহকরা দিশেহারা - নারায়ণগঞ্জ আপডেট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

এমডি মোবারক ও জিএম জালালের বিরুদ্ধে থানায় অভিযোগঋণ প্রস্তাবের নামে কোটি টাকা বাণিজ্য, গ্রাহকরা দিশেহারা

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৭৮ Time View

নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স এন্ড কমার্স কো-অপারেট সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে ঋণ প্রস্তাবের নামে কোটি টাকা বাণিজ্য ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ঋণ প্রস্তাবের নামে প্রায় শতাধিক গ্রাহকদের কাছ থেকে কোটি টাকারও অধিক টাকা অগ্রিম নিয়ে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে গ্রাহকরা। এ বিষয়ে নারায়ণগঞ্জ উকিলপাড়া ব্রাঞ্চের এক গ্রাহক নারায়ণগঞ্জ সদর থানায় একটি লিখিত

অভিযোগ দায়ের করেছে। অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো: মোবারক হোসেন ও জিএম মো: জালালকে বিবাদী করা হয়েছে। নারায়ণগঞ্জে নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স এন্ড কমার্স কো-অপারেট সোসাইটি লিমিটেডের দুইটি ব্রাঞ্চ আছে, একটি হলো উকিলপাড়া এলাকায় আরেকটি নিতাইগঞ্জে।
শহরের গলাচিপা এলাকার বাসিন্দা ও একই এলাকার মুদি ব্যবসায়ী মো: রাসেল খান নামে ওই গ্রাহকের অভিযোগ থেকে জানাযায়, তার ব্যবসার আর্থিক প্রয়োজনে প্রতিষ্ঠানটিতে ঋণের প্রস্তাব করে। গত বছরের ১২ অক্টোবর ২০ লাখ টাকা ঋণ প্রস্তাবের অগ্রিম বাবদ ২ লক্ষ বিশ হাজার টাকা বিবাদের মাধ্যমে প্রতিষ্ঠানে জমা দেন। চলতি বছরের ১১ ফেব্রুয়ারী ঋণ সংক্রান্ত ৩’শ টাকা নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তিনামা সম্পাদন করে। কিন্তু বিবাদীরা প্রতারণামূলকভাবে চুক্তিপত্রে ঋণ প্রস্তাবকারির স্বাক্ষর গ্রহণ করলেও প্রতিষ্ঠানের অর্থাৎ বিবাদীরা কেউ স্বাক্ষর গ্রহণ না করে চুক্তিপত্রের ফটোকপি ঋণ প্রস্তাবকারিকে প্রদান করে। শুধু তাই নয়, বিবাদীরা প্রস্তাবকারির ব্যাংক একাউন্টের সর্বমোট ৫০টি চেকের পাতা গ্রহণ করে। কিন্তু নির্ধারিত তারিখ ও সময় পাড় হলেও ঋণের টাকা নিয়ে তালবাহানা শুরু করে বিবাদীরা। ঋণের টাকার জন্য বার বার বিবাদীদের কাছে যোগাযোগ করলে প্রস্তাবকারিকে ১০ লাখ টাকা প্রদান করা হয়। কিন্তু বাকি দশ লাখ টাকা না দিয়েই কিস্তির জন্য জন্য চাপ প্রয়োগ করে বিবাদীরা। বাকি দশ লাখ টাকা চাইলে উল্টো ঋণ প্রস্তাবকারির সাথে খারাপ আচরণ করে এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে। পরে এ বিষয়ে আইনি সহায়তা চেয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন ঋণ প্রস্তাবকারি মো: রাসেল খান।
জানাগেছে, এভাবে ঋণ প্রস্তাবের নামে প্রায় শতাধীক গ্রাহকদের কাছ থেকে কোটি টাকারও অধিক টাকা হাতিয়ে প্রতারণা করে যাচ্ছে নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স এন্ড কমার্স কো-অপারেট সোসাইটি লিমিটেড। এ ঘটনায় শত শত গ্রাহকরা দিশেহারা হয়ে পড়েছেন বলেও জানাগেছে। গত ৩১ মার্চ (রোববার) প্রতারণার শিকার হওয়া গ্রাহকরা শহরে বিক্ষোভও করে। তারা তাদের প্রস্তাবিত টাকা ফেরত সহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে।
এদিকে খোঁজ নিয়ে আরও জানাযায়, নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স এন্ড কমার্স কো-অপারেট সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: মোবারক হোসেনের শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ ছিলো। এ সমস্ত বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালেও সংবাদ প্রকাশ হয়। যেখানে দেখা যায়, ২০১২ সালে ৩০ কোটি টাকা আত্মসাতের দায়ে জেলও খাটেন এমডি মোবারক হোসেন। তাই এমডি মোবারক হোসেনসহ তার প্রতিষ্ঠান নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স এন্ড কমার্স কো-অপারেট সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করে সর্বশান্ত হওয়ার পথ থেকে শত শত অসহায় গ্রাহকদের রক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী এগিয়ে আসবেন, এমনটাই দাবি ভুক্তভোগী গ্রাহকদের।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ১০:০৮)
  • ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL