1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিক - নারায়ণগঞ্জ আপডেট
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বিমসটেক শীর্ষ সম্মেলনে ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি জেলা প্রশাসকে উদ্যোগে “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জের উদ্বোধন” নারায়ণগঞ্জ বন্দরে লাঙ্গলবন্দ তীর্থ অষ্টমী স্নানোৎসব পরিদর্শনে ডিসি, এসপি ও স্নান উদ যাপন ফ্রন্ট এর নেতৃবৃন্দ বন্দরে ফ্যাসিস্ট দোসর কথিত যুবদল নেতা সফর ভূইয়ার চাঁদাবাজিতে অতিষ্ট এলাকাবাসী! চীন সফর নিঃসন্দেহে বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় সফলতা : মির্জা ফখরুল বন্দরে জিওধরা এলাকায় দুই ভাইয়ের রমরমা মাদক ব্যবসা, নিরব প্রশাসন ঈদের নামাজের পর দোয়ায় খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় ইমামকে বরখাস্তের হুমকি তুচ্ছ বিষয় নিয়ে নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় ঈদ উদযাপন নারায়ণগঞ্জ ও বন্দরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে আবুল কাওসার আশা

ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিক

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৪৭ Time View

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চরম ব্যর্থতার পর মুশফিকুর রহিমের দলের জায়গা নিয়ে উঠেছিলো প্রশ্ন। পরবর্তী আইসিসি আসরে তিনি ও মাহমুদউল্লাহর থাকা বেশ কঠিন বলে মন্তব্য করেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদিন ফাহিমও। এসব আলোচনার মধ্যে ফেসবুক পোস্টে ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিক।

বুধবার রাতে এক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্ত দেন এই তারকা। ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ্‌, সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে একশো ভাগের বেশি দিয়েছি।’

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। এরপর ১৯ বছরে এই সংস্করণে লাল সবুজ জার্সিতে তিনি ২৭৪ ম্যাচের পর তিনি থামালেন তার পথচলা। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৬.৪২ গড় ও ৭৯.৭০ স্ট্রাইকরেটে ৭৭৯৫ রান করেছেন ৩৭ পেরুনো ব্যাটার। তার ব্যাট থেকে এসেছে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটি।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক ভরসা করা হয়েছিলো তার উপর। অভিজ্ঞ ব্যাটার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট হন। রাওয়ালপিন্ডিতে পরের ম্যাচে ৫ বলে ২ রান করে ফেরেন বাজে শটে ক্যাচ দিয়ে।

আরও একটি বৈশ্বিক আসরে ব্যর্থ হওয়ার পর তার ওয়ানডে ক্যারিয়ার পড়ে যায় প্রশ্নের মুখে। নতুন বছরে বিসিবি তাকে ওয়ানডের চুক্তিতে রাখবে কিনা তা নিয়েও তৈরি হয় সংশয়। শেষ পর্যন্ত নিজেই সরে গেলেন মুশফিক।

যদিও মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ তিনিও গ্রহণ করলেন না। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা ফেসবুকেই দিয়েছিলেন তিনি। সীমিত সংস্করণের ক্রিকেট ছাড়লেও এখনো টেস্ট থেকে অবসর নেননি মুশফিক। হয়ত সামনের আরও কিছু বছর তাকে সাদা পোশাকে খেলতে দেখা যাবে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (দুপুর ২:০১)
  • ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL