1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
ওসমান সাম্রাজ্যের বলয়ে মাস্টার মাইন্ড এস এম রানা আত্মগোপনে থেকেও দখল বাণিজ্য চলছে - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লা থানায় অর্থ লেনদেনের মাধ্যমে হত্যা মামলার আসামি মুক্ত, পুলিশ বলছে অবজারভেশনে ছিল। নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির একাল-সেকাল নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান বন্দরে সিএসডিতে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ আসমার বিরুদ্ধে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, দু-এক দিনের মধ্যে ব্যবস্থা: ডিএমপি কমিশনার সাদপন্থি সন্ত্রাসীদের বিচার না হলে সারাদেশে আগুন জ্বলবে – মাওলানা আব্দুল আউয়াল জাতীয়তাবাদী প্রজন্ম দল ফতুল্লা থানার সম্মেলন অনুষ্ঠিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার সুফল জনগণের কাছে পৌঁছে দিব : সাখাওয়াত

ওসমান সাম্রাজ্যের বলয়ে মাস্টার মাইন্ড এস এম রানা আত্মগোপনে থেকেও দখল বাণিজ্য চলছে

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

নারায়ণগঞ্জে ওসমান সাম্রাজ্যের বলয়ে থাকা ভূমিদস্য হিসেবে সুপরিচিত এস এম রানা এখনও অধরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আলোচিত ৪২ লাখ টাকা উদ্ধার কান্ডে অভিযুক্ত মাস্টার মাইন্ড এস এম রানা আত্মগোপনে থেকে এখনও বিভিন্ন অপকর্মে জড়িত রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র- জনতা আন্দোলনে ওসমান পরিবারের সাথে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র- জনতার উপর গুলিবর্ষণ করে এস এম রানা। ওসমান পরিবারের সাথে সেই মামলার আসামী হলেও এখনও অধরা। বিভিন্ন জায়গায় এস এম রানার সন্ত্রাসী বাহিনী দ্বারা সাধারণ মানুষের জায়গা জমি দখল বাণিজ্য করে বেড়াচ্ছেন বলে স্থানীয়রা জানান।

গোগনগর ও শহিদনগর এলাকাবাসী জানান, এই এসএম রানা নিরীহ মানুষের জায়গায় ছলেবলে সুকৌশলে বায়না করে কদমতলী এলাকায় মাদার প্রিন্ট নামক প্রতিষ্ঠানে টর্চার সেলে নিয়ে মারধর করে ভয় ভীতি দেখিয়ে নিরিহ মানুষের জায়গা জমি হাতিয়ে নেয়। এমন অজস্র অভিযোগ রয়েছে রানার বিরুদ্ধে। তেমনি ২০১৮ সালে শহিদনগরের বাসিন্দা ফকির চাঁন মোল্লার নিকট হইতে সৈয়দপুর মৌজার ৩০ শতাংশ জায়গা রেজিঃ কৃত বায়না করে। পরে এ বায়না সূত্রে ৩৯ শতাংশ সম্পূর্ণ জায়গা দখল করে নেন এস এম রানা। এমন কি জমিতে বায়না সূত্রে সাইনবোর্ড না লাগিয়ে ক্রয় সূত্রে সাইনবোর্ড ব্যবহার করেন এ ভূমিদস্যু রানা। এ নিয়ে প্রতিবাদ করিলে ফকির চাঁন মোল্লা ও তার ছেলে মামুন কে মাদার প্রিন্টের দ্বিতীয় তলায় টর্চার সেলে চালায় বর্বরোচিত নির্যাতন। 

সংবাদ মাধ্যমে কান্না রত অবস্থায় মৃত ফকির চাঁন মোল্লার ছেলে ভুক্তভোগী মামুন জানান, ২০১৮ সালে ৩০ শতাংশ জায়গা বায়না করে। কিন্তু এস এম রানা সাহেব সম্পূর্ণ ৩৯ শতাংশ জায়গায় ক্রয়কৃত জায়গা উল্লেখ্য করে সাইনবোর্ড লাগানো হলে আমরা প্রতিবাদ করি। তাতে ক্ষিপ্ত হয়ে মাদার প্রিন্টের দ্বিতীয় তলায় টর্চার সেলে নিয়ে আমাকে ও আমার বাবাকে মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়।। বাবা চিন্তায় অসুস্থ্য হয়ে পরে মারা যান।

তিনি আরোও জানান, এস এম রানা এক সময় নুন আনতে পান্তা ফুরাত। মাদার প্রিন্টের নাম ব্যবহার করে গোপনে আপন ছোট ভাই এস এম মাসুদ কে দিয়ে ফেন্সিডিলেরর ব্যবসা করাত। মাদার প্রিন্টের ব্যবহৃত গাড়িসহ বিগত ৪ বছর আগে ৪শ বোতল ফেন্সিডিল নিয়ে প্রশাসনের কাছে আটক হয় রানার ছোট ভাই এস এম মাসুদ। বর্তমানে দুবাই রয়েছেন তিনি। স্বৈরাশাসক আওয়ামীলীগের সময় ওসমান পরিবারের প্রভাবশালী সাবেক এমপি শামীম ওসমানের শ্যালক তানভীর আহম্মেদ টিটুর সাথে সখ্যতা গড়ে তুলে হাতিয়ে নেন বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পথ-পদবী। গড়ে তুলেন সন্ত্রাসী সাম্রাজ্য। অপর দিকে প্রশাসনের ক্রসফায়ারের আসামি মাদকের গডফাদার সালাউদ্দিন চৌধুরী বিটুকে ব্যবহার করে ফিল্ম স্টাইলে মাদক ও ভূমিদস্যু সাম্রাজ্য বিস্তার লাভ করে রানা। এছাড়া সড়ক ও জনপথ উন্নয়নে ভূমি অধিগ্রহণের রয়েছে এস এম রানার দুর্নীতি।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (সন্ধ্যা ৬:৩২)
  • ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL