মাদারীপুরে টাকা নিয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার আশ্বাসের ঘটনায় বাহিনীটির দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (১১ মে) পুলিশ সদরদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়, ২০২২ সালের ডিসেম্বর মাসে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সেসময় একজনকে কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে মাদারীপুর থানায় কর্মরত কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তারের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে টাকা আত্মসাতের অভিযোগ আসে।
অভিযোগটি করেন রতন দাস নামে মাদারীপুরের একজন বাসিন্দা।
পুলিশ সদরদপ্তর জানায়, ইতোমধ্যে অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার (৯ মে) তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।