বন্দর প্রতিনিধি: “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যে বন্দরে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় কলাগাছিয়া ইউয়িন পরিষদের আয়োজনে আলহাজ¦ খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে নাসরিন ওসমান ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন।
তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রহিমান আক্তার ইতি।
কর্মশালা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর উপজেলার (এলজিইডি) সিও মাজহারুল ইসলাম রনি, বন্দর উপজেলার কৃষি অফিসার তাসলিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার।
তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কলাগাছিয়া ইউয়িন পরিষদের সচিব বছির আহমেদ, আলহাজ¦ খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, কলাগাছিয়া ইউয়িন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলা, আসাদ মাস্টার সহ বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।