নারায়ণগঞ্জে ১১২ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। শুক্রবার (২ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া এলাকায় বিশেষ তল্লাশী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার দেবীদ্বারের নজরুল ইসলামের ছেলে সুজন (২৩), যশোরের কোতয়ালীর আব্দুল কাদেরের ছেলে রাসেল হোসেন (২০) ও সোহেল হোসেন (৩৩)। এ সময় সোনারগাঁয়ের বাহাকৈর এলাকার রবিউল খান রবি (৩২) নামে এক আসামি পালিয়ে যায়। এ সময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আরো জানান, জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে বলেও জানান তিনি।