1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
কারাগার থেকে ভোট দিলেন ইমরান খান, পারেননি বুশরা বিবি - নারায়ণগঞ্জ আপডেট
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
দেশের বিভাগীয় শহর গুলোতে হাইকোর্টের বেঞ্চ স্থাপনে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ “এখন সময় দেশ মাতৃকার সেবা করার” ডা. মজিবুর রহমান বীরের এই রক্তস্রোত ও মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় : খালেদা জিয়া ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের শহীদ এবং হতাহতদের প্রতি শ্রদ্ধা জানালেন : তারেক রহমান এমবাপের প্রত্যাবর্তনে উজ্জীবিত রিয়াল বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি : সিইসি রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী নারায়ণগঞ্জের সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটি ঘোষণা বন্দরে জোড়া খুনের ঘটনায় সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ৪

কারাগার থেকে ভোট দিলেন ইমরান খান, পারেননি বুশরা বিবি

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৮ Time View
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানে শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সশরীরে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন দেশটির লাখ লাখ ভোটার। তবে কারাগারে বন্দি থাকায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আদিয়ালা কারাগার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ইমরান খান। একই পদ্ধতিতে ভোট দেওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি, আওয়ামী মুসলিম লীগ প্রধান শেখ রশিদ এবং সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
তবে ভোট দিতে পারেননি ইমরানের খানের স্ত্রী বুশরা বিবি। কারণ পোস্টাল ব্যালটের ভোটিং প্রক্রিয়া শেষ হওয়ার পরে তিনি গ্রেফতার হয়েছিলেন।

সব মিলিয়ে আদিয়ালা কারাগার থেকে ১০০ জনেরও কম বন্দি ভোট দিতে পেরেছেন। এটি কারাগারটিতে থাকা সাত হাজার বন্দির এক শতাংশ মাত্র।

সূত্র জানায়, জেল প্রশাসন কেবল সেসব কয়েদিকে ভোট দেওয়ার অনুমতি দিয়েছিল, যাদের বৈধ কম্পিউটারাইজড জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) ছিল। ভোটার সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে অধিকাংশ বন্দির কাছে আসল সিএনআইসি না থাকার কথা বলা হয়েছে।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চোর, ডাকাত, জঘন্য অপরাধে দণ্ডিত এবং বিচারাধীন ব্যক্তিরা (ইউটিপি) কারাগারে বন্দি। এদের মধ্যে বেশিরভাগ অপরাধী পরিচয় লুকাতে সিএনআইসি রাখতো না বলে দাবি করেন তিনি।

ওই কর্মকর্তা জানান, আদিয়ালা জেল প্রশাসন জানুয়ারির মাঝামাঝি নির্বাচন কমিশনের কাছ থেকে পোস্টাল ব্যালট পেয়েছিল এবং বন্দিদের কাছে সেগুলো সরবরাহ করেছিল। ব্যালট জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২২ জানুয়ারি।

ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি গ্রেফতার হওয়ার আগেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাওয়ায় তার অনুরোধ রাখা যায়নি।
নির্বাচন উপলক্ষে কারাগার থেকে ভোটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন ইমরান খান। নিজেদের অধিকার রক্ষা ও পোলিং স্টেশন পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক বার্তায় (সাবেক টুইটার) তিনি ভোটারদের কাছে এই আহ্বান জানান। তার এই বার্তা দলের পক্ষ থেকেও শেয়ার করা হয়েছে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ৭:২১)
  • ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL