সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার থেকে দেশটিতে রোজা শুরু হবে।আজ রোববার সৌদি আরবের সংবাদ মাধ্যম আরাব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়েছে, আজ সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে সৌদি আরকে রোজা শুরু হবে।
আরবি বর্ষপঞ্জির নবম মাস হলো রমজান। এই মাসে সূর্য উদয়ের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানি বা যেকোনো ধরনের খাবার না খেয়ে রোজা পালন করা হয়। সারা বিশ্বের মুসলমানরা রমজান মাসটি সিয়াম সাধনা ও ইবাদতে কাটান।