অপ্রাপ্ত বয়সের এক কিশোরীকে অপহরণ করে নিয়ে জোর পূর্বক বিয়ে দিয়েছেন বিশেষ পেশার এক জন ও তার সহযোগীরা। বাল্য বিবাহ প্রতিরোধ ও সামাজিকভাবে মিমাংশা করতে যাওয়ায় ছাত্রলীগ নেতা টিপু সুলতানের সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে মামলা দিয়ে হয়রানি করার পায়তারা করছে একটি চক্র।
সোমবার (৫ জুন) ফতুল্লার লামাপাড়া এলাকায় ওই ঘটনাটি ঘটে। এই বিষয়ে অপহরণের শিকার জয়তুন নাহার এই বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এই বিষয়ে অপহরণের শিকার কিশোরীর বাবা জাহাঙ্গীর রহমান জানান, গত জানুয়ারীরর ২৯ তারিখে ইব্রাহীম হোসেন ও তার মা দুলালী আমার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে তার বিয়ে দিয়ে দেন। আমার মেয়ের বয়স মাত্র ১৪ বছর। আমি তাকে নিয়ে আসতে গেলে তারা আমাকে অপমান অপদস্ত করে ও মারধর করে বের করে দেয়। পরে এই বিষয়ে আমি এলাকার গন্যমান্য ব্যক্তি ছাত্রলীগ নেতা টিপু সলতান ভাইয়ের স্মরনাপন্ন হই। তিনি আমাকে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলেন। পরে তিনি এই বিষয়ে সামাজিক ভাবে সমাধানের জন্য মিমাংসায় বসলে বিবাদীরা তার কথা না মেনে তাকে হয়রানী করতে থানায় অভিযোগ করেন। এই নিয়ে বারাবারি করলে মামলা করে হয়রানি করা হবে বলেও তারা আমাকে হুমকি দেন। আমি এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।