কুমুদিনী বাগানের উচ্ছেদকৃত অসহায় ভুমিহীন পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকালে কুমুদিনী র্যালি বাগান এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উচ্ছেদ হওয়া পরিবারগুলোর সদস্যরা এসময় বলেন, আমরা কুমদিনী বাগানের উচ্ছেদকৃত ভূমিহীন পরিবারগুলো বসতঘর হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি। আমরা ৮৬নং নবাব সিরাজউদ্দৌলা রোড কুমুদিনী বাগানে সুদীর্ঘ বৃটিশ আমল থেকে ৩৫০টি পরিবার বসবাস করে আসছিলাম। বিগত সরকারের আমলে সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদেরকে হুমকি দিয়ে কোনো প্রকার নোটিশ বা সময় না দিয়ে কোভিড-১৯ মহামারীর সময়ে অমানবিকভাবে আমাদের ইচ্ছার বিরুদ্ধে উচ্ছেদ করে দেয়। আমরা অসহায়, গরীব, নিম্নবিত্ত মানুষ হওয়ায় নিরূপায় হয়ে চলে যেতে বাধ্য হই। সন্ত্রাসীদের ভয়ে আমরা মুখ খুলে কিছু বলতে পারি নাই।
তারা আরও বলেন, বর্তমানে আমরা অনেকে অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছি। আমরা আমাদের অভিভাবক দানবীর রাজীব বাবুর কাছে আকুল আবেদন জানাচ্ছি, তিনি যেন আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। আমরা আপনাদের প্রতিষ্ঠানের শ্রমিক। আমাদের প্রিয় অভিভাবক দানবীর রাজীব বাবুর সাথে দেখা করতে চাই। আপনি দয়া করে আপনার মহামূল্যবান সময় আমাদেরকে দিলে আমরা অসহায়, হতদরিদ্র, দিনমজুর মানুষগণ আমাদের দুঃখের কথা আপনার কাছে তুলে ধরতে পারতাম। আমাদের দ্বারা কোন ভুলত্রুটি হয়ে থাকলে আমরা তার জন্য আপনার কাছে ক্ষমাত প্রার্থনা করছি। আমাদের বিশ্বাস ও ভরসা দানবীর রাজীব বাবু আমাদেরকে হতাশ করবেন না।