নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সহ সভাপতি ও গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার দৌলত হোসেন হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন।
গত ২৩ শে জুন সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা কৃষক লীগের আলোচনা সভা সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই দাবি তোলেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড: হাবিবুর রহমান মোল্লা।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন আরও বলেন, আপনারা সবাই জানেন আমাদের জেলা কৃষক লীগের সাবেক সহ সভাপতি ও গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার দৌলত হোসেনকে আমাদের খোকন সাহার চেম্বারে আসার পথে রাস্তায় ব্যারিকেড দিয়ে অটো থামিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার ছেলে কাশেম আজকে এখানে উপস্থিত আছে। আমি এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় তিনি কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড: হাবিবুর রহমান মোল্লার দৃষ্টি আর্কোষণ করে বলেন, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো এ হত্যাকান্ডের যাতে সুষ্ঠু বিচার হয়, আপনারা কেন্দ্র থেকে এ বিষয়টা একটু দেখবেন, যেখানে যেখানে সুপারিশ লাগে করবেন। আমি নিজেও এ মামলার বাদিপক্ষ হয়ে লড়ছি। এখন ষোলজন জেল হাজতে আটক আছে। হাইকোর্টেও মামলাটির জামিন চেয়েছে, সেখানেও গত বৃহস্পতিবার আমি স্বশরীরে তাদের নিয়ে হাজির হয়েছি। এ্যার্টনি জেনারেলের মাধ্যমে তাদেরকে জামিন না মঞ্জুর করিয়ে এসেছি।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা শহরে কৃষকলীগের প্রচারপত্র বিতরণ করেন।
এসময় জেলা কৃষক লীগের সদস্য সচিব শাহ জামাল খোকন ও নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগ নেতা কাশেম সম্রাট সহ বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।