নিজস্ব প্রতিনিধি: নির্দলিয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনায় সারা দেশে বিএনপির ডাকে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় বাংলাদেশ তারেক জিয়ার প্রজন্ম দলের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশাল মিছিল শহরের বিভিন্ন স্থানে শোডাউন করে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে এসে যোগদেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ তারেক জিয়ার প্রজন্ম দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জিলানী ফকির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সনি, সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মানিক সরদার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।