দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ এ স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকা থেকে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়ে কালীরবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
এর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, দেশের জনগণকে সচেতন ও উদ্বোদ্ধ করার জন্য এবং দেশকে সাম্রাজ্যবাদী শকুনীর হাতে পদানত করার প্রতিবাদে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঘটিয়ে দেশে যে দুর্ভিক্ষের সৃষ্টি করা হয়েছে, দূর্নীতির মাধ্যমে অর্থনীতিকে চরম বিপদগ্রস্ত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, সেই অবস্থা থেকে দেশকে উত্তরনের জন্য এবং গত সাত জানুয়ারী যে অবৈধ ডামি নির্বাচন হয়েছে সেটা প্রত্যাখান করেছে এ দেশের জনগণ। সেই অবৈধ নির্বাচন বাতিল এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারেক রহমানের নির্দেশনায় লিফলেট বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। বাংলাদেশকে একটি দূর্ণীতির আখড়ায় পরিণত করেছে। আজকে তাদের হাতে এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়। মায়ানমার সীমান্তে বাংলাদেশের দুইজন নাগরীককে গুলি করে হত্যা করা হয়েছে। সীমান্তের মানুষ প্রতিদিন নির্ঘুম রাত কাটাচ্ছে, আজকে দেশের মানুষ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। যদি দেশে চাউলের দাম ১/২ হাজার টাকা কেজিও হয় তবুও আওয়ামী লীগের মন্ত্রী, এমপিদের কোন ভ্রুক্ষেপ নেই। দেশের মানুষকে তারা লুটেপুটে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এ অবস্থা থেকে উত্তরনের জন্য আমাদের এ কর্মসূচী। আগামীতে যেসকল কর্মসূচী ঘোষনা করা হবে সেগুলো আপনারা শান্তিপূর্ণভাবে পালন করবেন। আমরা চাই প্রশাসন আমাদের রাজনৈতিক কর্মসূচী সুষ্ঠুভাবে পালন করার সুযোগ করে দিবে। অন্যথায় আপনাদেরকেও জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সরকারের লেজুড়বৃত্তি না করে সংবিধান অনুযায়ী আপনারা আপনাদের কাজ করবেন।
লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নাসিক কাউন্সিলর শাহেন শাহ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর বিএনপির নেতা ডাঃ মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাখাওয়াত ইসলাম রানা, বাবু, শ্রমিক দল নেতা ফারুক আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।