বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখা নির্বাচন ২০২৩- ২০২৫ইং এর নির্বাচন অবৈধভাবে কেন্দ্রীয় বিসিডিএস কর্তৃক বাতিলের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৪ মার্চ ) দুপুরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা সংগঠনটির কার্যালয়ের নিচে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে এ সময় বক্তারা বলেন, গত ১৮ ফেব্রয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাচিত কমিটিকে অবৈধভাবে বাতিল করা কমিটিতে পুনঃবহাল করতে হবে। নারায়নগঞ্জের ঔষধ ব্যবসায়ীদের মূল্যায়ন করতে হবে এবং নকল ভেজাল ঔষধ বিক্রি বন্ধ করতে হবে। এছাড়াও ঔষধ কোম্পানি কতৃক ঔষধের মূল্য বৃদ্ধি বন্ধ করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই সমস্যা সমাধান না করলে নারায়ণগঞ্জের ঔষধ ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে বৃহত্তর পরিসরে কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের দাবী আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. শাহজাহান খাঁনের সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দীন, সহ-সভাপতি মো. নেফাউল ইসলাম জুয়েল, মো. আলী আজম, সদস্য মো. মনিরুল ইসলাম, বন্দর উপজেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান খোকা, সিদ্ধিরগঞ্জ কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, শহরের কালীরবাজার কমিটির সভাপতি মো. মহিউদ্দিন, ডিআইটি কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ সদর কমিটির সভাপতি মো. ইব্রাহিম, জালকুড়ি কমিটির সভাপতি মো. আব্দুল সাত্তার, সোনারগাঁও কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ, সিদ্ধিরগঞ্জের সানারপাড় কমিটির সিনিয়র সহ-সভাপতি আঃ রশিদ, মুসলিম নগর কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ফতুল্লা কমিটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ফতুল্লা রেলস্টেশন কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ নারায়ণগঞ্জ জেলার ঔষধ ব্যবসায়ীবৃন্দ।