বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, দোয়া, ফাতেহা পাঠ ও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন সদর থানা বিএনপির নেতাকর্মীরা।
(২৪শে জানুয়ারী) জুম্মা নামাজ শেষে কোকোর কবরে শ্রদ্ধা জানান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন সেন্টু।তিনি মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
উক্ত দোয়ায়ে উপস্থিত ছিলেন যুবদল নেতা জে বি এন সালাউদ্দিন আহমেদ, রুবেল আহমেদ, কামাল হোসেন, নাজমুল হাসান বাবু, রিপন খান, আরেফিন,আবুল কালাম আজাদ, মোঃ আল-আমীন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোতালেব হোসেন, মোঃ সোহেল, ছাত্রদল নেতা মোঃ নসু সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।