বন্দর প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বাদ আসর বন্দর থানা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কদমরসূল দরগাহ শরীফে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব পাপ্পু আহমেদ, বন্দর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমেদ, সদস্য সজিব, হাসান, মোঃ জিপু।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাইদ সিকদার সানি, বন্দর উপজেলা তাতীঁ দলের আহ্বায়ক আলমগীর সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় সহ নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এডভোকেট আবুল কালাম ও তার ছেলে আবুল কাউছার আশার সুস্বাস্থ্য দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শৌরফুল্লাহ শাহীন।